শিরোনাম:
গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক প্রচারে নিষেধাজ্ঞা দিলো ট্রাইবুনাল চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় মূল আসামি গ্রেফতার ভারতের পাচারের সময় ৬ হনুমান উদ্ধার সাতক্ষীরাতে ইজরায়েল হামলায় গাজায় আরো ৫০ জনের মৃত্যু নাম না থাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গিয়েও ফিরে এলেন কর্নেল অলি সংখ্যালঘুদের গুটি সাজিয়ে দেশে ঢুকার চেষ্টা আওয়ামীলীগের ভারত সাম্প্রদায়িক আগ্রাসন হলে বাংলাদেশও ছেড়ে কথা বলবে না চিন্ময় ইস্যুতে স্পষ্টভাবে কিছু জানে না মার্কিন প্রশাসন সাভারে দাফন করা ব্যক্তিটি হারিস চৌধুরীই ছিল রোজার সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকার আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

সাজেক সড়কে গাড়ির লাইসেন্স-ফিটনেস পরিক্ষা করছে সেনাবাহিনী

প্রতিনিধির / ১৯০ বার
আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
সাজেক সড়কে গাড়ির লাইসেন্স-ফিটনেস পরিক্ষা করছে সেনাবাহিনী
সাজেক সড়কে গাড়ির লাইসেন্স-ফিটনেস পরিক্ষা করছে সেনাবাহিনী

গত দুই দিনে পৃথক দুই দুর্ঘটনায় সাজেকে জিপ (চাঁদের গাড়ি) উল্টে পাহাড়ি খাদে পরে সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটক নিহত ও আরো ১৮ জন আহত হন। এ ঘটনার পর সাজেক সড়কে যানচলাচলের ওপর প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে সাজেক সড়কে চলাচল করা সকল যানবাহনের ফিটনেস ও চালকদের লাইসেন্স পরীক্ষা শুরু করেছে সেনাবাহিনী।

পাশাপাশি গতিসীমাও সর্বোচ্চ ৪০ কিলোমিটার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন থেকে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, সকাল থেকে শুরু হওয়া যাচাই-বাছাইয়ের কারণে সাজেক সড়কে চাঁদের গাড়ি চলাচল অনেক কমে গেছে।এদিকে, সকাল থেকে শুরু হওয়া লাইসেন্স ও ফিটনেস পরীক্ষাকে স্বাগত জানিয়েছেন পর্যটকসহ স্থানীয়রা।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, প্রশাসনের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই না সাজেক সড়কে আর কোনো দুর্ঘটনায় কারো মৃত্যু হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ