গতকাল থেকে কালারস টিভিতে শুরু হয়েছে বিগ বসের ১৬তম সিজন। নানা কারণে আলোচিত-সমালোচিত এই শোর মূল আকর্ষণ সালমান খান। এক যুগ ধরে তিনি এই শো উপস্থাপনা করছেন। সম্প্রতি ‘বিগ বস’ নিয়ে এক সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন বলিউডের ভাইজান।
এক যুগের শিক্ষা
১২ বছর ধরে বিগ বস সঞ্চালনা করে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। তবে সবচেয়ে বেশি শিখেছি, কেউ ভুল পথে গেলে তাকে কীভাবে সঠিক পথে আনা যায়।
সঞ্চালনা করবেন কি না
প্রতিবার গুঞ্জন ছড়ায় সালমান সঞ্চালনা করছেন কি না। এ নিয়ে ভীষণ বিরক্ত তিনি। বলেন, ‘এসব গুঞ্জন শুনে মনে হয় এবার সত্যিই ছেড়ে দেব। কালারস চ্যানেল আবার আমাকে রাজি করায়। সত্যি বলতে, আমি ছাড়া আপাতত কোনো বিকল্প নেই। যদি তারা বিকল্প খুঁজে পেত, তাহলে আমার কাছে আর আসত না।’
হাজার কোটি পারিশ্রমিক
প্রতিবছর বিগ বস শুরুর আগে সালমানের পারিশ্রমিক নিয়ে নানা গুঞ্জন চলতে থাকে। এবার যেমন খবর হয়েছে, তিনি সঞ্চালনার জন্য এক হাজার কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। সালমান বলেন, ‘সত্যি সত্যি যদি এত টাকা পেয়ে যেতাম, তাহলে সারা জীবনের জন্য কাজ করা ছেড়ে দিতাম। আমি এর এক-চতুর্থাংশ অর্থও পাই না।’
প্রতিযোগিতার সুফল
সালমানের মতে, প্রতিযোগিতা মান বাড়ায়, মান কমায় না কখনো। যত বেশি প্রতিযোগিতা হবে, মান তত বাড়বে।
শো ছেড়ে দিতে ইচ্ছে হয়
হ্যাঁ, মাঝে মাঝে সালমানের মনে হয় শো ছেড়ে দিতে। তিনি বলেন, ‘যখন রেগে যাই, মনে হয় সব ছেড়ে চলে যাই। বিশেষ করে উইকেন্ডের এপিসোডগুলোতে।’
সমালোচনা শুনতে হয়
বিগ বস হাউসে অনেক সময় অনেকে মাত্রা ছাড়িয়ে যান। তাঁদের শায়েস্তা করার জন্য সালমানকেও মাত্রা ছাড়াতে হয়। তখন দর্শকের সমালোচনাও শুনতে হয় সালমানকে। তিনি বলেন, ‘মা ও হিরু আন্টি (করণ জোহরের মা) আগে বিগ বস দেখতেন, এখন দেখেন না। তাঁরা মনে করেন, বিগ বসে এখন একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। তবে এবারের শো আনপ্রেডিকটেবল হবে, এটুকু বলতে পারি।’