বগুড়ার আদমদীঘিতে সিঁধ কেটে এক স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা দোকানের সিসি ক্যামেরাও নিয়ে গেছে বলে জানা গেছে।
শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জসিম মার্কেটের সেবা অ্যান্ড অন্তরা জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিকের ভাতিজা হৃদয় জানান, গতকাল রাতে চোরেরা সিঁধ কেটে দোকানের ভেতরে প্রবেশ করে। এসময় সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় সিসি ক্যামেরার মেশিনও খুলে নিয়ে গেছে তারা।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘দোকানের মালিক কক্সবাজারে আছেন। তিনি আসার পর জানা যাবে, কত টাকার মালামাল চুরি হয়েছে। পরে মামলা গ্রহণ করা হবে।’