অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। এবার গুঞ্জন কিয়ারা আদভাণী এবং সিদ্ধার্থ মালহোত্রর বিয়ের দিনক্ষণও চূড়ান্ত হয়েছে। জানা গেছে, ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন তারা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদে এমনটাই জানা গেছে।
সিদ্ধার্থ-কিয়ারা আগেই জানিয়েছেন, ২০২৩ সালের এপ্রিলের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন তারা। বিয়ের দিন শুধু নয়, বিয়ের ভেন্যুও ঠিক করা হয়েছে। রাজস্থানের জয়সলমীরে হবে বিয়ে।‘সিদ্ধার্থ এবং কিয়ারা ৬ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন। তাদের প্রাক-বিবাহের অনুষ্ঠান ৪ এবং ৫ ফেব্রুয়ারি হবে। সেখানেই হবে অতিথি সমাগম। সম্পন্ন হবে মেহেন্দি, হলদি এবং সংগীত অনুষ্ঠান।
বিবাহ ৬ তারিখ। সাত পাক হবে প্যালেস হোটেলে। এই বছরের অন্যতম বিগ ফ্যাট ওয়েডিং হতে চলেছে এটি। নিরাপত্তা ব্যবস্থা থাকতে পারে ভিকি ক্যাটের বিয়ের মতোই আঁটোসাঁটো।