বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

সিরিয়ায় তৃতীয় বারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরাইল

প্রতিনিধির / ২১১ বার
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
সিরিয়ায় তৃতীয় বারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরাইল
সিরিয়ায় তৃতীয় বারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরাইল

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। চলতি সপ্তাহে এটি ইসরায়েলের তৃতীয় হামলা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কের কাছে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বৃহস্পতিবার ইসরাইল এই হামলা চালিয়েছে। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ইসরাইলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি শত্রুরা দামেস্কের আশপাশে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিক থেকে আগ্রাসন চালায়।সিরিয়ার সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত শুক্রবারও একই ধরনের হামলা চালানো হয়েছে। তাছাড়া সোমবার নজিরবিহীনভাবে দিনেও হামলা চালায় ইসরাইলি বাহিনী। শুক্রবার ইসরাইল যে হামলা চালায় তা ১৭ সেপ্টেম্বরের পর ভয়াবহ ছিল। তখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর ও সামরিক স্থাপনার ঐ হামলায় পাঁচ সিরীয় সেনা নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ