সিলেট মহানগরীর মদিনা মার্কেট এলাকার পাটানতোলায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর থেকেই স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।
সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।