দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানীগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাদা পাথর পর্যটন স্পট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। তবে আবহাওয়া স্থিতিশীল হলে পর্যটন স্পটটি আবারও খুলে দেওয়া হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।