সুইডেন ও নরওয়ে রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বসেছে বিএনপি। বিকেল ৩ টার দিকে গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সাথে বৈঠক শুরু হয়।মঙ্গলবার (৮ নভেম্বর) বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিকেল সোয়া তিনটায় এ তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত আছেন।অপরদিকে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, বাংলাদেশে নিযুক্ত সুইডেন রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইডেন দূতাবাস রাজনৈতিক ও বানিজ্যিক প্রথম সচিব আনা সোয়ান্তেসন বৈঠকে যোগ দিয়েছেন।