সেন্ট মার্টিনে এক হাজার পরিবারকে ত্রান্স ও চিকিৎসা সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌ বাহিনী। গত রবিবার ও সোমবার এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন নৌ বাহিনী।
জানা গেছে, নৌবাহিনীর জাহাজ বানৌজা প্রত্যয সেন্টমার্টিনের বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে। এ মেডিকেল ক্যাম্পেইনে শিশু, নারী ও পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে।