জান্তা সরকারের সামরিক বাহিনী থেকে দলত্যাগ করা পাইলট ক্যাপ্টেন জে থু অংয়ের সাক্ষাৎকার নিয়েছে থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী। সাক্ষাৎকারে কিভাবে জান্তা পাইলটরা গত সপ্তাহে সাগাইং অঞ্চলের একটি গ্রামের স্কুলে হামলা চালিয়ে ১১ শিশুকে হত্যা করেছিল সে ব্যাপারে বেশ কিছু তথ্য তিনি দিয়েছেন।সম্প্রতি মিয়ানমারের সাগাইং স্কুলে ১১ শিশু হত্যার ঘটনা বেশ আলোচনায় আসে। দেশটির সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এ সংক্রান্ত বেশ কিছু ছবি ও প্রতিবেদন প্রকাশ করে। সম্প্রতি মিয়ানমারের সামরিক বাহিনী থেকে সরে আসা এক পাইলট জান্তা সরকার কীভাবে এই হত্যাকাণ্ড পরিচালনা করে সে বর্ণনা দিয়েছেন।
সাগাইংয়ের দেপাইন টাউনশিপের লেট ইয়েট কোনে গ্রামের একটি স্কুলে রাশিয়ার তৈরি দুটি এমআই-৩৫ হেলিকপ্টার ব্যবহার করে গুলি চালায় সরকার। ঘটনায় সাত বছরের কম বয়সীসহ প্রায় ১১ জন শিশু নিহত হয় এবং এক ডজনেরও বেশি আহত হয়। অপরদিকে জান্তা সৈন্যরা তখন মাটিতে আক্রমণ করে। সে হামলায় প্রায় পাঁচজন প্রাপ্তবয়স্ক গ্রামবাসীও নিহত হয়।ক্যাপ্টেন জে থু অং ২০২১ সালের ফেব্রুয়ারির অভ্যুত্থানের পরপরই সামরিক বাহিনী থেকে সরে এসেছিলেন। তার ভাষ্যমতে, ভূমির পরিস্থিতি বিবেচনা করে, হেলিকপ্টারগুলি ৩০০ থেকে ৪০০ মিটারের বেশি উড়তে পারত না। গ্রামের স্কুলের চারপাশে পাহাড় বা জঙ্গল ছিল না, বরং মাঠ দিয়ে ঘেরা ছিল। বলতে গেলে পাইলটদের চোখে স্কুলের শিশুদের না দেখতে পাওয়ার তেমন কোনো কারণই থাকার কথা না। বরং তাদের স্পষ্ট দেখতে পাওয়ার কথা।