হাজারীবাগ বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস ট্রান্সপোর্ট ডিপোতে কেমিক্যাল বিস্ফোরণের ঘটনায় দিলিপ কুজুর (২৮) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২ জনের মৃত্যু হলো। দিলিপ শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটের এইচডিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান। তার শরীরের ১০% শতাংশ দগ্ধ হয়েছিল, এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল।
দিলিপের ভগ্নিপতি নির্মল জানান, রাজশাহী জেলার টানোর উপজেলার মাসিন্দা গ্রামের মৃত লোকাস কুজুরের ছেলে দিলিপ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, এর আগে ঘটনার দিন রাত দেড় টার দিকে ইলিয়াস (২০) নামে একজন মারা যান। বর্তমানে আলিম নামে আরো একজন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকাজনক। মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টম্বর, রবিবার দিবাগত রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ দিন রাতে আহত দগ্ধ দুইজনকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের ভর্তি করানো হয়েছিল।