বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ লড়াই করছে বিএনপি। দলীয় নেত্রীর মুক্তি ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন তারা।
সোমবার (৭ নভেম্বর) সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।আজ ৭ নভেম্বর। এই দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি। প্রতিবছর দিনটি উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে।
দিনটি উপলক্ষে সোমবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও সকাল ১১টায় জিয়াউর রহমানের কবরে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. মইন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।