লেবাননে বেসামরিক মানুষকে হত্যার প্রতিবাদে উত্তর ইসরায়েলের হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে চালানো এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি
ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন থেকে ১০টি রকেট ছোড়ার কথা জানিয়েছে। এসব রকেটের অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই তা ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল।
গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলা শুরু হওয়ার পর এবারই প্রথম লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের গভীরে হামলা চালিয়েছে।
হামলার পরই উত্তর ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলে বেশি মানুষের জমায়েতের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে। এই অঞ্চলে দেশটির তৃতীয় বৃহত্তম শহর হাইফাতেও এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।