শিরোনাম:
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

১৫ মাসের মধ্যে পাম অয়েলের দাম সর্বনিম্ন

প্রতিনিধির / ২১১ বার
আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
১৫ মাসের মধ্যে পাম অয়েলের দাম সর্বনিম্ন
১৫ মাসের মধ্যে পাম অয়েলের দাম সর্বনিম্ন

অনশোরে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের ব্যাপক দরপতন ঘটেছে। সাপ্তাহিক ভিত্তিতে ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের পর যা সর্বনিম্ন।

পাশাপাশি অফশোরে চীনা মুদ্রার রেকর্ড মূল্য হ্রাস পেয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আরও সুদের হার বাড়ানোর আভাস দেয়ায় এ নিম্নমুখিতা তৈরি হয়েছে। চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) অনশোরে প্রতি ডলার বিক্রি হয়েছে ৭ দশমিক ২৩০২ ইউয়ানে। সাপ্তাহিক ভিত্তিতে ২০০৮ সালের পর যা সর্বনিম্ন। অফশোরে ডলারপ্রতি বিনিময় হার রয়েছে ৭ দশমিক ২৩৪৯ ইউয়ানে। সবশেষ ২০১১ সালে এ দামে তা লেনদেন হতে দেখা যায়।

মুদ্যা ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিরুদ্ধে ভীষণ শক্তিশালী হয়েছে ডলার। ২০ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে মার্কিন মুদ্রার মান। ফলে নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের চাহিদা বেড়েছে। ফেড সুদ হার বাড়ানোয় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

তারা বলছেন, এদিন করপোরেট ডলারের মূল্য ঊর্ধ্বমুখী। ইউয়ানকে যা চাপে ফেলেছে।

বিদেশি ব্যাংকে এক ব্যবসায়ী বলেন, দিনের শুরুতে ডলারের দাপটে অন্যান্য প্রধান মুদ্রা কুপোকাত হয়েছে। ব্যতিক্রম নয় ইউয়ানও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ