বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

২৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘দামাল’

প্রতিনিধির / ১৯০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
২৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘দামাল’
২৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘দামাল’

আগামী ২৮ অক্টোবর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘দামাল’। সেই সঙ্গে একইদিনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় বসবে তাহসান ও ঐশী ভক্তদের মেলা। সেদিন এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক গ্রুপ ‘ক্লাসরুম’র তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হবে।এরই প্রেক্ষিতে এবার ক্লাসরুমের আমন্ত্রণে রায়হান রাফির ‘দামাল’ টিমের সিয়াম, রাজ, বিদ্যা সিনহা মিম, সুমিত, সুমিরা আসছেন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায়।

এদিন ‘দামাল’ টিমের সঙ্গে ক্লাসরুমের সদস্যরা মাতবেন তাহসান, ঐশী ও রাফায়েলের গানে।
এর আগের দুই বর্ষপূতিতে ক্লাসরুম মাতিয়ে গেছেন নগর বাউল জেমস, পারভেজ সাজ্জাদ, তরুণ মুন্সী, মোশাররফ করিম, জুঁইসহ জনপ্রিয় অনেক মুখ। দিনব্যাপী এই আনন্দ আয়োজনে ক্লাসরুমের সদস্যদের এর জন্য থাকছে ব্যাচমেটদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড সংজ্ঞা (রাফায়েল মুরসালীন) এর পার্ফমেন্স।এছাড়াও লটারির পুরস্কার বিতরণ, লেজার শো, ডিজে শো এবং তারকা তাহসান ও ঐশী এর ধামাকা পারফরম্যান্স; পুরো এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মডেল-অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ