’ ই-টিকিটিংয়ের আওতায় সবাইকেই আসতে হবে মন্তব্য করে ঢাকা পরিবহন মালিকদের এ নেতা বলেন, ‘ই-টিকিটিংয়ে অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে। ’রবিবার (১৩ নভেম্বর) থেকে রাজধানীর মিরপুর রুটে ৩০ কম্পানির বাস ই-টিকিটিংয়ের অধীনে চলবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব বাসে ই-টিকিটিং চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
আজ শনিবার (১২ নভেম্বর) রাজধানীর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, ‘ঢাকার ও চট্টগ্রামের শহরতলিসহ মোট ৯৭টি কম্পানির গাড়ি ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকিটিংয়ের আওতায় আসবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর, দপ্তর সম্পাদক সামদানী খন্দকার উপস্থিত ছিলেন।