প্রায় ৩২০০ মেগাপিক্সেলের একটি ডিজিটাল ক্যামেরা তৈরি করছেন যুক্তরাষ্ট্রের এসএলএসি ন্যাশনাল অ্যাক্সেলেটর ল্যাবরেটরির বিজ্ঞানীরা।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার গবেষণাগারে তৈরি সেই ক্যামেরাটির ছবি ও তথ্য প্রকাশ করলেন তারা। তাদের দাবি, এটিই পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরি’র প্রকৌশলীরা গত সাত বছর ধরে এ ক্যামেরটি তৈরি করছেন।
তারা এর নাম দিয়েছেন লিগ্যাসি সার্ভে অভ স্পেইস অ্যান্ড টাইম বা এলএসএসটি ক্যামেরা। ক্যামেরাটির আকার ছোটখাটো একটি সেডান গাড়ির সমান। ভরের দিক থেকে এটি তিন টনের মতো। আর এটি বসানোর জন্য প্রয়োজন প্রায় পাঁচ ফুটের মতো জায়গা।
এ ক্যামেরার বিশালাকৃতির লেন্সটি ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে।৩,২০০ মেগাপিক্সেলের এ ক্যামেরাটি এতই শক্তিশালী যে এটি ১৫ মাইল দূর থেকেও একটি গলফ বলের ছবি তুলতে পারে। মহাকাশ গবেষণার জন্য তৈরি করা হয়েছে এলএসএসটি।