৩৯ জন ক্রু নিয়ে একটি চীনা মাছ ধরার জাহাজ ভারত মহাসাগরে ডুবে গেছে। বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর জন্য আদেশ দিয়েছেন রাষ্ট্রপতি শি চিনপিং। মঙ্গলবার ভোরে জাহাজটি ডুবে যায়। শানডং প্রদেশে অবস্থিত ‘পেংলাই জিংলু ফিশারী কোম্পানি লিমিটেডের’ মালিকানাধীন জাহাজটির নাম ‘লুপেং ইউয়ানিউ ০২৮’। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি বিষয়টি জানিয়েছে।
সিসিটিভি আরো জানায়, জাহাজে থাকা ৩৯ জনের মধ্যে ১৭ জন চীনা ক্রু সদস্য, ১৭ জন ইন্দোনেশিয়ান এবং ৫ জন ফিলিপাইনের নাগরিক নিখোঁজ আছেন। শি চিনপিং বলেছেন, উদ্ধারের জন্য সমস্ত প্রচেষ্টা করা হবে এবং দূর-সমুদ্রে অভিযানের জন্য নিরাপত্তা ঝুঁকির আগাম সতর্কবার্তা জোরদার করা হবে।চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদনে মাছ ধরার ওই নৌকা ডুবে যাওয়ার সঠিক অবস্থান চিহ্নিত করা হয়নি। শুধু প্রকাশ করা হয়েছে যে, ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে নৌকাডুরি এই ঘটনা ঘটেছে। ভারত মহাসাগর মূলত দক্ষিণ এশিয়া ও আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকা এবং পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত। ফিলিপাইন কোস্ট গার্ড বুধবার বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ম্যানিলায় চীনা দূতাবাসের পাশাপাশি জাহাজের সর্বশেষ অবস্থানের কাছাকাছি কাজ করা অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সাথে সমন্বয় করছে।