এর আগে বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে একটি মিছিল থেকে শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা চালানো হয়। এ সময় মানিকের গাড়ি ভাঙচুর করা হয়। মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন তিনি।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনায় ছাত্রদলের ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফেজ আক্তার বৃহস্পতিবার (৩ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পল্টনে বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।