ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে নতুন করে কূটনীতিক তৎপরতা শুরু করেছেন প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। রবিবার তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন।আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলা শুরুর পর জেলেনস্কি যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। তবে পূর্বে একইদিন তিনি এই তিন দেশের নেতার সঙ্গে কথা বলেননি।
রবিবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, অংশীজনদের সঙ্গে আমরা সতত কাজ করছি। কাজের ফলে আসন্ন সপ্তাহে গুরুত্বপূর্ণ কিছু ফলাফলও প্রত্যাশা করছেন তিনি।জেলেনস্কি বলেন, অভূতপূর্ব প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সহায়তার জন্য বাইডেনকে ধন্যবাদ প্রদান করেছেন। ইউক্রেনের জনগণকে রক্ষায় কার্যকর আকাশপ্রতিরক্ষা ব্যবস্থারও দাবি জানান তিনি। জেলেনস্কি ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রশংসা করেন।
এদিকে রবিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, বাইডেন ইউক্রেনের আকাশপ্রতিরক্ষা সমর্থনে গুরুত্ব দিচ্ছেন।