ইফতার করা হলো না কৃষক আমজাদ হোসেনের পরিবারের। ইফতারের ঠিক আগ মুহূর্তে পুড়ে গেল বাড়ির সবকিছু। এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনার সময় কৃষক আমজাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হোন এবং বেশ কয়েকজন আহত হোন।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, সন্ধায় উপজেলার বাঁশিলা গ্রামের কৃষক আমজাদ হোসেন (৬৫) এর বসতবাড়ির ৫টি টিনসেট ঘর পুড়ে ছাঁই হয়েছে।
স্থানীয় স্কুল শিক্ষক জাহিদুল ইসলাম জানান, ইফতারের সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কৃষক আমজাদ হোসেনের ৫টি টিনসেটের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।