জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এমন কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন নির্বাচন কমিশনের একমাত্র মূল লক্ষ্যই জাতীয় নির্বাচন করা। আজ রবিবার দুপুরে ১৪ তম কমিশনের দ্বিতীয় সভা শেষে তিনি এসব জানান।
ইসি সানাউল্লাহ বলেন, স্থানীয় নির্বাচনে ও জাতীয় নির্বাচন একসঙ্গে করা বাস্তবসম্মত নয়। কিন্তু সরকার যদি চায়, তবে জাতীয় নির্বাচন করা পর পর স্থানীয় নির্বাচন করা যেতে পারে।
এছাড়া এনআইডি (জাতীয় পরিচয়পত্র) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে ২০২৩ সালে করা সংশোধিত আইনটি বাতিল করতে সরকারকে চিঠি দেবে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন মো. সানাউল্লাহ।