সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে আরও একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬০ বিজিবি সুলতানপুরের অধীনে স্থাপিত এটির নাম ‘খাদলা বিওপি’।
বুধবার বিকেল সাড়ে ৪টায় এটির উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। কসবা সীমান্তপথে এপার-ওপার অবৈধ অনুপ্রবেশ, সব ধরনের চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্যই স্থাপন করা হয়েছে এ বিওপি। উদ্বোধনের পরপরই এর কার্যক্রম শুরু হয়েছে পুরোদমে।
বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির জানিয়েছেন, খাদলা বিওপি’র জওয়ানরা সর্বদা সতর্কাবস্থায় থাকবে।