কোকেন সরবরাহের সঙ্গে সম্পৃক্ত থাকায় দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি।
মূল ঘটনাটি ২০২১ সালের। সাবেক এই লেগ স্পিনার তাঁর ব্যক্তিগত কোকেন ডিলারের সাথে এক সহযোগীর পরিচয় করিয়ে দেন। সে সময় পুলিশের অভিযোগ ছিলো সেই ২ জন মিলে ২ লাখ মার্কিন ডলারের মাদকের চুক্তির সঙ্গে জড়িত হয়েছিলেন। যদিও সেই লেনদেনে ম্যাকগিলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। কিন্তু নিষিদ্ধ মাদক সরবরাহে সচেতনভাবে অংশ নেয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
তবে ৫৪ বছর বয়সী এই সাবেকের বিরুদ্ধে বাণিজ্যিক পরিসরে মাদক সরবরাহের যে অভিযোগ ছিলো সেখান থেকে মিলেছে মুক্তি।