ইসরায়েলি সেনারা নেটজারিম করিডোর ফের দখলে নিয়েছে। এর ফলে গাজাকে দুই ভাগে বিভক্ত করে ফেলে দখলদার বাহিনী। এতে ফিলিস্তিনিদের চলাচল কঠিন হয়ে উঠেছে। গত মাসে যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলি সেনারা এই এলাকা থেকে সরে গিয়েছিল।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে ইসরায়েল আবারও গাজায় বোমাবর্ষণ শুরু করার পর থেকে অন্তত ৪৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ১৮৩ শিশু রয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন এই হামলা শুধু শুরু এবং যুদ্ধবিরতির আলোচনাগুলো এখন থেকে গোলাগুলির মধ্যেই চলবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৫৪৭ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১২ হাজার ৭১৯ জন আহত হয়েছেন। গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, এবং মোট প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।