২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। মোট রপ্তানি আয়ের প্রায় ষাট শতাংশ আসে এই বাজার থেকে। গত বছর আওয়ামীলীগ সরকারের পতনের পর এ শিল্প শ্রমিক অসন্তোষ সহ নানা অনিশ্চয়তার মধ্যে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশ কমে ছিল। রপ্তানি কারকদের কপালে পড়েছিল চিন্তার ভাজ। তবে নতুন বছরের শুরুতেই দেখা যায় আসার আলো। চলতি বছরের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পোশাক রপ্তানি ফিরেছে।
পরিমাণের দিক থেকে, ২০২৫ সালের জানুয়ারিতে ২৭ দেশের অর্থনৈতিক জোট ইইউ অঞ্চলে বাংলাদেশের প্রস্তুতকৃত তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আলোচিত সময়ে ১২৬.৮৬ মিলিয়ন কিলোগ্রাম পোশাক রপ্তানি হয়েছে এই গন্তব্যে। ২০২৪ সালের জানুয়ারিতে যা ছিল ৮০.২৫ মিলিয়ন কিলোগ্রাম। অর্থাৎ, এ বছর একই সময়ে পরিমাণের দিক দিয়ে রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৫৮.১ শতাংশ।
এই প্রবৃদ্ধি ইউরোপীয় বাজারে অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। আর এটি সম্ভব হয়েছে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, ইবিএ (এভরিথিং বাট আর্মস) বাণিজ্য সুবিধা এবং উৎপাদন সক্ষমতার উন্নতির কারণে।