বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম পদত্যাগ করেছেন। সোমবার তিনি অফিস করেন এবং পদত্যাগপত্র বিএসইসির চেয়ারম্যান বরাবর জমা দিয়েছেন।
বিএসইসির শীর্ষ পর্যায়ের একটি সূত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। দীর্ঘ ২৫ বছর ধরে বিএসইসিতে কর্মরত ছিলেন মাহবুবুল আলম। তবে গত বুধবার বিএসইসি চেয়ারম্যান ও তিন কমিশনারকে অবরুদ্ধ করে রাখা সহ নানা অভিযোগ আনা হয়। একাধিক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে তিনিসহ ১৬ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে মাহবুবুল আলম গত রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
এদিকে রোববার ও সোমবার পর্যন্ত বিএসইসির ১৩ জন কর্মকর্তা ও কর্মচারী আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। তবে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাহ এবং উপ-পরিচালক তৌহিদুল ইসলাম এখনও জামিন নেননি বলে জানা গেছে।