দেশের উত্তরে জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় অসুস্থ অবস্থায় বিলুপ্তপ্রায় প্রজাতির এক শকুন উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার দুপুরে জেলার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা বাজার এলাকায় শকুনটি দেখতে পায়।
শুকুনটিকে রশি দিয়ে বেধে রেখে তেঁতুলিয়া বন বিভাগকে খবর দেয়। পরে খবর পেয়ে বাংলাবান্ধা বাজারে গিয়ে শকুনটিকে উদ্ধার করে বন বিভাগের সদস্যরা।
স্থানীয়রা জানান, শুকুনটি আকাশ থেকে উড়ে তেঁতুলিয়ার বাংলাবান্ধা বাজারের একটি বড় গাছে বসে ছিল। পরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা সেটিকে উদ্ধার করে। তারা শুকুনটি ধরে রশি দিয়ে বেঁধে রাখেন। পরবর্তীতে স্থানীয়রা তেঁতুলিয়া বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে সেখানে গিয়ে লোকজনের ভীড়ে শকুনটিকে পায়ে বাঁধা অবস্থায় দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া বনবিভাগের ইকোপার্কে নিয়ে যায়। উদ্ধারের পর শুকনটির প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে শুকনটি ইকোপার্কে রয়েছে।