কুড়িগ্রাম সফর করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তবে এই সফর সম্পর্কে জেলার সাংবাদিকদের জানায়নি জেলা প্রশাসন। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষা করলেও সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ সাংবাদিকদের।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সাংবাদিক নেতারা। এ ঘটনার প্রতিবাদের ত্রাণ উপদেষ্টার সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে সাংবাদিকরা।
স্থানীয় সাংবাদিক নেতারা জানান, জেলা প্রশাসন ত্রাণ উপদেষ্টার কুড়িগ্রামে আসার খবর জানায়নি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে আজ বেলা সাড়ে ১২টায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। পরে নির্ধারিত সময়ে উপস্থিত হলেও জেলা প্রশাসক উপদেষ্টার সাথে সাক্ষাতের ব্যবস্থা করেনি।
সাংবাদিক নেতারা আরও বলেন, এমন ঘটনা সাংবাদিক ও গণমাধ্যমকে উপেক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অবহেলা। এর দায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা কোনোভাবে এড়াতে পারেন না।