শিরোনাম:
মাদারীপুরের এক ইউপি চেয়ারম্যান কে মানব পাচার মামলার অপরাধে গ্রেফতার করেছে র‌্যাব কুমিল্লায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচ জন গ্রেফতার ফেনীর পুলিশ কর্মকর্তার রুম থেকে আট লাখ টাকার মালামাল চুরি রাঙ্গামাটিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু ত্রিভুজ প্রেমের বলি হয়েছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী তাজকির পুলিশ আশ্রয়দাতা হলে মানুষ অতীতের সব কথা ভুলে যাবে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ বগুড়ায় দুই শিশুকে ধর্ষণকারী নুরু দুই দিনের রিমান্ডে কক্সবাজারে সমন্বয়ের পিতাকে খুনের প্রতিবাদে বিক্ষোভ ও বিচার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রক্সি ভোটের বিকল্প নেই
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

ত্রিভুজ প্রেমের বলি হয়েছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী তাজকির

প্রতিনিধির / ৮ বার
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সাবেক স্ত্রী সুরাইয়া আক্তার সীমার সঙ্গে প্রেম করায় ক্ষিপ্ত হয়ে ইসমাইল হোসেন অভি ও তার বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজকীর আহম্মেদকে হত্যা করে। সীমার মোবাইল থেকে অভি ম্যাসেজ দিয়ে গত ২১ ফেব্রুয়ারি তাজকীরকে ঢাকা থেকে খুলনায় ডেকে আনে। পরে অভি ও তার তিন বন্ধু মিলে তাজকীরের হাত-পা বেঁধে মুখে টেপ পেচিঁয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে ও পুরুষাঙ্গে উপুর্যপরি আঘাত করে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে নৃশংসভাবে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে লাশ বস্তায় ভরে ভৈরব নদীতে ফেলে দেয়।

গত ২৭ ফেব্রুয়ারি ভৈরব নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত সীমাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হলেও অভি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। সোমবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডেপুটি কমিশনার এমএম শাকিলুজ্জামান।

পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি আসিফ মাহমুদ নামে এক যুবক খালিশপুর থানায় তার ফুফাতো ভাই তাজকীরের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি করে। তাজকীর রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে সীমার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ থেকে আমন্ত্রণ পেয়ে তাজকীর তার চাচাতো ভাই রনির শ্যালিকা সীমার সঙ্গে দেখা করার জন্য ২১ ফেব্রুয়ারি ঢাকা থেকে খুলনায় আসে। তাজকীর খালিশপুর থানার গোয়ালখালি এলাকায় আসিফ মাহমুদের বাড়িতে এক ঘণ্টা অবস্থান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ