ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িভাঙ্গার মধ্যেই উৎসব জনতার ভিড়ে এক নারীকে গণপিটুনি দিয়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার বেলা ১১:৩০ টার দিকে তাদের গণপিটুনি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙ্গার সময় এক নারী বারবার আপা আপা বলছিলেন।
আর বাড়ি ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, ‘আপার বাড়ি ভাঙতেছে।’ এর পরেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই নারীর ওপর চড়াও হন। ভিড়ের মধ্যে থেকে ইট ও বালি ছুড়তে থাকেন তার দিকে। কয়েকজন তাকে রক্ষা করে সেখান থেকে বের করে দেন।
বৃহস্পতিবার সকালে আবারও শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িতে ভাঙ্গা হয়। দশটার পরে আবারো এক্সরেটর চালু করে ভবনটি ভাঙ্গা হয়। পরে সাড়ে দশটার দিকে এক্সেভেটর দিয়ে ভাঙ্গা বন্ধ হয় এবং সেটি নিয়ে যাওয়া হয়।
তবে এরপরও মানুষকে হাতুড়ি, শাবল দিয়ে ভাঙতে দেখা গেছে। এই সময় ধানমন্ডির ৩২ নম্বরের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের দেখা যায়নি।