পিরোজপুরে প্রায় সোয়া নয় একর জমির উপর নির্মিত সাপলেজা কুঠিবাড়ি। প্রায় দুইশত বছর আগে ইংরেজ জমিদার এডওয়ার্ড প্যারি ক্যাসপার বাড়িটি নির্মাণ করেন বলে কথিত রয়েছে। স্থানীয় এক ধর্ণাধ্যের কাছ থেকে পাওয়া উপহারের জমিতেই তার জমিদারি করে ওঠে।
পিরোজপুর সদর উপজেলার সাপলেজা ইউনিয়নের ভূমি অফিসের পাশেই কুঠিবাড়িটি দাঁড়িয়ে আছে। কিন্তু এত বছরও এই সম্পদের তালিকায় স্থাপনা টির নাম ওঠেনি। শ্যাওলা আর বনলতায় বাড়িটি ছেয়ে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দান প্রান্তে এই প্রাচীন স্থাপনাটি।
জমিদার বাড়ি ঘিরে লোকমুখে প্রচলিত রয়েছে, কুঠিবাড়িকে ঘিরে আনন্দ-উৎসব আর শোষণ-নিপীড়নের অজস্র গল্প মিশে আছে। সেইসব এখন অতীত হলেও কালের সাক্ষী হয়ে জরাজীর্ন কাঠামোটি দাঁড়িয়ে আছে। জেলার প্রাচীন নিদর্শন হিসেবে কুঠিবাড়িটির স্বীকৃতি চান স্থানীয়রা।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, কুঠিবাড়িটিকে ঘিরে অনেক ইতিহাস-ঐতিহ্য রয়েছে। তবে বর্তমানে বাড়িটি ধ্বংসের মুখে রয়েছে। অপর একজন বলেন, বাড়িটিতে ব্রিটিশরা থাকতো। এরপর থেকে এটিকে কাচারিবাড়ি বলা হয়। একবার স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে কুঠিবাড়িটি পরিষ্কার করা হয়েছিল।