শিরোনাম:
সিরাজগঞ্জে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হওয়া ছাত্রদল নেতার মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়েছে জনতা ফুলছড়িতে ভিজিএফএর চাল লুট সুনামগঞ্জের মধ্যনগরে ভাতিজার হাতে চাচা খুন পটুয়াখালীতে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার সাবেক স্ত্রীর করা ধর্ষণ মামলায় দুদক কর্মকর্তা সাময়িক দরখাস্ত বাজেট স্থানীয় চাহিদা ভিত্তিক প্রকল্পে অগ্রাধিকার দেয়া হবে ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন রাজবাড়ীতে একাধিক ছাত্রকে বলাৎকার চেষ্টা সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার গাজায় ইসরাইলি বর্বরতা হামলায় ৪৮ ঘণ্টায় ৪৩৬ জনের মৃত্যু
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

নতুন করে ছড়ানো এইচএমপি ভাইরাসের আতঙ্কে বাংলাদেশ

প্রতিনিধির / ৫৩ বার
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

২০১৯ সালের শেষদিকে চীনে ব্যাপকহারে সংক্রমণ বাড়ে নতুন এক ভাইরাসের যার নাম কোভিড-১৯ বা করোনা। একপর্যায়ে সেটি মহামারির রূপ নেয়। থমকে যায় পুরো বিশ্ব, সেইসাথে প্রাণ হারায় লাখ লাখ মানুষ। সেই মহামারির ৫ বছর পর আবারও নতুন ব্যাধি আতঙ্কে পূর্ব এশিয়ার দেশ চীন। এখনও নিশ্চিত হওয়া না গেলেও, প্রাথমিক ধারণা, রাইনোভাইরাস ও হিউম্যান-মেটা-নিউমো (HMP) ভাইরাসের সংক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব। এটির লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও। ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা।

কেমন এ ভাইরাসের মিউটেশন? আর, কতোটা ভয়াবহ সংক্রমণ?— এ বিষয়ে বিস্তারিত জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরীন। তিনি বলেন, এটা নতুন কোনো ভাইরাস নয়। এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই এটি। অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরণের ভাইরাসের আক্রমণের মতোই, যার উপসর্গ হিসেবে জ্বর-স্বর্দি-কাশি-ঠান্ডা হয়ে থাকে। কোভিড-১৯ একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব বা মহামারির রেশ এতোটা বিস্তর হয়েছিল। তবে HMP নিয়ে আতঙ্কিত না হবারও পরামর্শ দেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে আগেও হিউম্যান-মেটা-নিউমো (HMP) ভাইরাসের অস্তিত্ব ছিলো। এখনও শিশু আর প্রবীণদের শরীরে মিলবে এটির অস্তিত্ব। তবে, আতঙ্কিত হওয়া যাবে না। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই, সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন বলেন, অধিকাংশ ভাইরাসেরই সরাসরি কোনো ওষুধ নেই, তবে লক্ষণভিত্তিক চিকিৎসা রয়েছে; এটির ক্ষেত্রেও তাই। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে কি না, সেবিষয়ে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলোকেও দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ