পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) মরদেহ ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার রাত ৯টায় জেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়।
বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের রাজগঞ্জ থানার পুলিশ তেঁতুলিয়া থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে। এ সময় নিহত আল আমিনের বড় ভাই মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। আজ বুধবার (১২ মার্চ) সকালে তার দাফন সম্পন্ন হবে।
বিজিবি জানায়, নিহত আল আমিনের মরদেহ ফেরত আনার জন্য কূটনৈতিক যোগাযোগ ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার মরদেহ ফেরত দেয় বিএসএফ।
প্রসঙ্গত, গত ৮ মার্চ ভোরে পঞ্চগড়ের ভিতরগড় সুইডাঙ্গা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আল-আমিন নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। নিহত আল আমিনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকায়।