পিরোজপুরের ভান্ডারিয়ায় বন্ধুকে হত্যার দায়ে এক কিশোরকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক মো. আসাদুল্লাহ এই রায় দেন।
আদালত পেনাল কোডের ৩০২ ও ২০১ ধারায় ওই কিশোরকে ১৩ বছরের কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাকে যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার আদেশ দেয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, শান্ত হাওলাদার অনলাইনে বন্ধুদের সাথে ‘ফ্রি ফায়ার’ নামক একটি গেম খেলত। একপর্যায়ে শান্তর এক বন্ধু তার কাছ থেকে মোবাইল ফোনটি চায়। তবে ফোনটি দিয়ে রাজি না হওয়ায় একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। এরই জেরে ২০২১ সালের ২ ডিসেম্বর সন্ধ্যায় শান্তকে একটি বাগানে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। এরপর মোবাইলফোনটি ছিনিয়ে নিয়ে মরদেহ তাকে নালার মধ্যে ফেলে দেয়া হয়।