ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি পুকুর খনন করতে গিয়ে রাইফেল বুলেট উদ্ধার। শনিবার দুপুরে পরিত্যাক্ত অবস্থায় ৬০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে একলাছ উদ্দিন ও তার ভাইদের পুকুর থেকে শুরু হয়। ৭ থেকে ৮ ফুট নিচে যেতেই বুলেট বের হতে থাকে। ঐদিন শ্রমিকরা কাজ বন্ধ করে চলে যায়।
পরদিন শুক্রবার কাজ বন্ধ থাকলে শিশুরা খেলতে নামে এবং মাটি খুঁড়ে বুলেট পায়। পরে সেগুলো বাড়িতে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে, শনিবার বেলা ১ টার দিকে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আশেপাশের কয়েকটি বাড়ি থেকে ৬০ রাউন্ড বুলেট উদ্ধার করে। তবে বুলেটগুলো কারা রেখেছিল তা এখনও জানতে পারেনি পুলিশ।