পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানিয়েছেন, ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেন্ট্রাল ইউরোপ সফর করতে পারেন।আল জাজিরার খবরে বলা হয়েছে, চলতি মাসের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি হবে। এই মাসেই বাইডেনের সেন্ট্রাল ইউরোপ সফরের খবর আসলো।
এস্তোনিয়ার রিগাতে এক সংবাদ সম্মেলনে আন্দ্রেজ দুদা বলেন, প্রেসিডেন্ট বাইডেন খুব সম্ভবত ফেব্রুয়ারিতে ইউরোপে আমাদের অংশে সফরে আসছেন। দুদা বলেন, আমাদের অংশ বলতে সেন্ট্রাল ইউরোপ; এটা রোমানিয়া থেকে এস্তোনিয়া পর্যন্ত বিস্তৃত।
দুদা আরও বলেন, প্রেসিডেন্ট বাইডেন ঠিক কোথায় আসবেন তা আমাদের পক্ষে বলা খুবই কঠিন। আমাদের কাছে এমন তথ্য নেই।হোয়াইট হাউস অবশ্য প্রেসিডেন্ট বাইডেনের সেন্ট্রাল ইউরোপ সফর নিয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি।