রায়ো ভায়েকানোর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এতে লা লিগায় বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে আনচেলত্তির দল।আজ রিয়ালের পক্ষে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউজ জুনিয়র। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় থাকছে আপাততবার্সায় থাকছে টেবিলের শীর্ষে। বার্সার গোল ব্যবধান +৪৭ আর রিয়ালের +৩১।
শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে লামিন ইয়ামালদের খেলার কথা ছিল। কিন্তু বার্সেলোনার মূল দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা যাওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়।
এদিকে, হান্সি ফ্লিকের দলকে টপকে শীর্ষে ওঠার সুযোগ ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের। তবে আজ তাদের বরাতেও ভালো কিছু লেখা ছিল না। হেতাফের কাছে ২-১ গোলে হারায় তৃতীয় অবস্থানেই থাকলো তারা।
এ জয়ে ২৭ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে লস ব্লাঙ্কোসরা। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে বার্সা যথারীতি শীর্ষে। আর অ্যাথলেটিকোর অর্জন ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট।