যশোরের বেনাপোল উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হোসেন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় দেলোয়ার হোসেন অপর এক বিজিবি সদস্য গুরতর আহত হয়েছেন। তিনি বর্তমানে যশোর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিজিবি জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বারোপোতা বাজার এলাকায় মাদক চোরাচালানের তথ্য পাওয়া যায়। খবর পেয়ে দুইজন বিজিবি সদস্য মোটরসাইকেলযোগে অভিযানে যায়। পথিমধ্যে আহমদ ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বিজিবি সদস্যরা মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পায়। পরে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মো. মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করেন।