শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

ভারত মহাসাগরে ভাসতে থাকা ১০৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা

প্রতিনিধির / ২১০ বার
আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
ভারত মহাসাগরে ভাসতে থাকা ১০৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা
ভারত মহাসাগরে ভাসতে থাকা ১০৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা

ইঞ্জিন বিকল হয়ে ভারত মহাসাগরে ভাসতে থাকা একটি ট্রলার থেকে ১০৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। রোববার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়।আল জাজিরার খবরে বলা হয়েছে, উদ্ধার এই রোহিঙ্গাদের মধ্যে ৩৯ জন নারী ও ২৩ জন শিশু আছেন। এছাড়া ৮০ বছরের এক বৃদ্ধ, একজন নারী ও তার দুই শিশু অসুস্থ থাকায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র গায়ান বিক্রমাসুরিয়া বলেন, শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে ওই ট্রলারটিকে ভাসতে দেখে নৌবাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৌকার লোকজন জানিয়েছে, মিয়ানমারের আরাকানের উপকূল থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল সেটি। কিন্তু মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে যায়।

শ্রীলঙ্কার নৌবাহিনীর এই মুখপাত্র বলেন, ট্রলারের সব যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ আদালতে উপস্থাপন করার পর বিচারক পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ