শিরোনাম:
মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ ফিলিস্তিনের এক শিক্ষার্থীকে আটক করেছে ট্রাম্প প্রশাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করায় গাজীপুরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে তিনজনের মৃত্যু ২৪ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কারনি গেল তিন মাসে ব্যাংকের হিসাব পেরেছে পাঁচ হাজার কোটি টাকায় মারা গেছেন এপেক্স গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহী শ্রীপুরে আছিয়ার দাফন সম্পন্ন উত্তরপ্রদেশে হোলির আগে ঢেকে দেয়া হয়েছে দশটি মসজিদ বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশাল পাস দিবে মালয়েশিয়া ইরানের জ্বালানি মন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

মাধবন অভিনীত ‘রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট’ অস্কারের দীর্ঘ তালিকায় জায়গা

প্রতিনিধির / ২৫০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
মাধবন অভিনীত ‘রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট’ অস্কারের দীর্ঘ তালিকায় জায়গা
মাধবন অভিনীত ‘রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট’ অস্কারের দীর্ঘ তালিকায় জায়গা

আর. মাধবন অভিনীত ‘রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট’ অস্কারের দীর্ঘ তালিকায় জায়গা করে নিয়েছে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বছরের সবচেয়ে সফল সিনেমাগুলোর একটি৷ সিনেমাটি ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা অর্জন করেছে৷তবে এবার সব কিছু ছাপিয়ে সিনেমাটি ‘অস্কার ২০২৩’-এর দীর্ঘ তালিকায় নির্বাচিত হয়েছে। এ বছর দ্য কাশ্মীর ফাইল, কানতারা, গাঙ্গুবাই কাঠাইওয়াড়ি, বিক্রান্ত রোনা এবং ইরাভিন নিঝলের পর ভারতীয় সিনেমা হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে ‘রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট’।

‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’
সিনেমাটির এমন সাফল্যে অভিনেতা ও পরিচালক মাধবন জানান, ‘চলচ্চিত্রটি ভারতকে অনেক কিছু দিতে যাচ্ছে। আমরা সত্যিই গর্বিত। ‘রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট’-এর যাত্রা আরো ফলপ্রসূ হবে। প্রথমত সারা বিশ্বের মানুষের ভালোবাসা পেয়েছি আমরা। নাম্বি স্যার যে স্বীকৃতি পেয়েছিলেন তা তিনি এতটাই প্রাপ্য ছিলেন যে এটি পরিচালনা করতে গিয়েও আমি অনেক শিহরিত ছিলাম।’

‘রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট’ দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন অভিনেতা মাধবন। সিনেমাটি প্রাক্তন ইসরো বিজ্ঞানী এবং মহাকাশ প্রকৌশলী নাম্বি নারায়ণনের জীবন কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত। গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল নাম্বি নারায়ণনকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে প্রডাকশন হাউস ট্রাইকোলার ফিল্মস এবং ভার্গিস মুলান পিকচার্স। সিনেমাটির দক্ষিণ সংস্করণে তারকা সুরিয়ার একটি বিশেষ ক্যামিও রয়েছে। ইংরেজি ও হিন্দি সংস্করণে রয়েছে শাহরুখ খানের বিশেষ ক্যামিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ