শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ৪টি ফৌজদারি অভিযোগ

প্রতিনিধির / ২৪৫ বার
আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ৪টি ফৌজদারি অভিযোগ
যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ৪টি ফৌজদারি অভিযোগ

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ৪টি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে। ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন কমিটি ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে বিচার বিভাগকে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। নির্বাচনে পরাজয় স্বীকার করতে অস্বীকার করা ট্রাম্পের সাবেক সহযোগী হোপ হিকসের একটি নতুন ক্লিপও প্রচার হয়েছে।

 

দাঙ্গার তদন্তে প্রায় ১৮ মাস সময় নেওয়ার পর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস সিলেক্ট কমিটি সোমবার তাদের চূড়ান্ত সভায় সুপারিশ করেছে যে, ট্রাম্পকে চারটি অভিযোগের মুখোমুখি করা হয়েছে। এগুলো হলো- বিদ্রোহকে প্ররোচিত করা, সহযোগিতা করা, সাহায্য কিংবা অনুকূল পরিবেশ তৈরি করা এবং দাপ্তরিক কাজে বাধা দেওয়া, যুক্তরাষ্ট্র নিয়ে প্রতারণার ষড়যন্ত্র ও মিথ্যা বিবৃতি তৈরির ষড়যন্ত্র।প্যানেলের সাতজন ডেমোক্র্যাট এবং দুই জন রিপাবলিকান সোমবার তাদের প্রাথমিক ১৬১ পৃষ্ঠার কার্যনির্বাহী সারাংশ প্রতিবেদন প্রকাশ করেছেন। যেখানে অভিযোগ করা হয়েছে যে, জনগণের ইচ্ছাকে নস্যাৎ করতে ক্যাপিটল দাঙ্গার আগে তা প্ররোচিত করা এবং দাঙ্গার সময় ট্রাম্প বিভিন্ন পর্যায়ে ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ