শিরোনাম:
লালমনিরহাটে পৃথক স্থানে দুটি ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ঝিকরগাছায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদলের দুই নেতা সহ চার জন গ্রেফতার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ না হওয়ার খবরটি গুজব ইউক্রেনে বিদেশি সেনা পাঠানোর জন্য ইউরোপীয় মিত্রদের চাপ দিচ্ছে জেলেনস্কি ধর্ষণ চেষ্টা অভিযোগে এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা মাদারীপুরে জনতার তোপের মুখে পড়েছেন টিসিবির অফিসার লালমনিরহাটে প্রতিবন্ধীকে ধর্ষণ করার অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা ট্রাক মোটরসাইকেল এবং অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে কুমিল্লায় এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

রাশিয়ার সঙ্গে ইইউ-এর ক্রমশ দূরত্ব তৈরি হয়েছে : লাভরভ

প্রতিনিধির / ২২৫ বার
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
রাশিয়ার সঙ্গে ইইউ-এর ক্রমশ দূরত্ব তৈরি হয়েছে : লাভরভ
রাশিয়ার সঙ্গে ইইউ-এর ক্রমশ দূরত্ব তৈরি হয়েছে : লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ সোমবার দেশের একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ইউক্রেনকে যেভাবে সাহায্য করছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি, তা দৃষ্টিকটূ। এর জন্য রাশিয়ার সঙ্গে ইইউ-এর ক্রমশ দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব আরো বাড়বে এবং ইইউ-কে তার ফল ভুগতে হবে। রাশিয়া দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনোরকম আপোস করবে না। এবং তার জন্য সমস্ত পদক্ষেপ নিতে প্রস্তুত।

অন্যদিকে, সম্প্রতি চীনের প্রেসিডেন্টের রাশিয়া সফর নিয়েও বহু কথা বলেছেন লাভরভ। জানিয়েছেন, দুই দেশের প্রেসিডেন্টের ১০ ঘণ্টার ওপর আলোচনা হয়েছে। চীন এবং রাশিয়া কৌশলগতভাবে কমরেড। আগামী দিনে দুই দেশের সমঝোতা যাতে আরো মজবুত হয়, তা নিয়ে আলোচনা হয়েছে শি চিনপিং এবং ভ্লাদিমির পুটিনের।বস্তুত, শি যে সময় রাশিয়া সফর করেছেন, ঠিক সেই সময়েই পুটিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক আদালত। ঠিক সেই সময়ে শি রাশিয়া পৌঁছানোয় ইউরোপের বহু বিশ্লেষক বলেছিলেন, ক্ষমতা জাহির করতেই এই সময় শিয়ের সঙ্গে বৈঠকে বসছেন পুটিন। একইসঙ্গে তারা বলেছিলেন, রাশিয়া এবং চীনের মধ্যে অসম সমঝোতা তৈরি হচ্ছে। চীন রাশিয়ার পরিস্থিতির সুযোগ নিয়ে সস্তায় প্রাকৃতিক গ্যাস এবং তেল নেওয়ার চেষ্টা করছে।

এদিন, এই বক্তব্যের ঘোর সমালোচনা করেছেন লাভরভ। তার বক্তব্য, দুই দেশ সমানে সমানে কৌশলগত সমঝোতা করেছে। লাভরভের পাল্টা সমালোচনা, রাশিয়া এবং চীনের এই সমঝোতায় অস্বস্তিতে পড়েছে ইইউ। সে কারণেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে।ইইউ-এর প্রতি ক্ষোভ জানিয়েছেন লাভরভ বলেন, ইইউ-র সঙ্গে রাশিয়ার সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়েছে। ইউক্রেনকে যেভাবে অস্ত্র এবং ট্রেনিং দেওয়া হচ্ছে, তা অভূতপূর্ব। এর ফলে ইইউ-এর সঙ্গে রাশিয়ার দূরত্ব ক্রমশ বেড়েছে। এই দূরত্ব আর কমানো যাবে না। রাশিয়ার কাছে জাতীয় স্বার্থ সবচেয়ে বড়। ইইউ সেখানেই আঘাত করেছে। এর ফল ইইউ-কে ভুগতে হবে।

সোমবার ছিল আন্তর্জাতিক মাইন দিবস। এই দিনটিকে মনে রেখে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, রাশিয়া ইউক্রেনের খেতে মাইন পুঁতে দিয়েছে। ফলে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। দ্রুত ওই মাইনগুলো তুলে ফেলা উচিত। বেসামরিক মানুষের ওপর আঘাত হানা যুদ্ধাপরাধ বলে জানিয়েছেন বেয়ারবক।

মঙ্গলবার ভোরের দিকে ইউক্রেনের ওডেসা বন্দরে আঘাত হানে রাশিয়ার ড্রোন। ইউক্রেন জানিয়েছে, ড্রোন হামলায় প্রচুর ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে বন্দরের একাংশ। এই বন্দর দিয়ে কৃষ্ণসাগরে রসদ পাঠাচ্ছিল ইউক্রেন। ফলে সে কাজও ক্ষতিগ্রস্ত হলো বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ