মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

স্পেনের প্রধানমন্ত্রী ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছেন

প্রতিনিধির / ৯১ বার
আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের পর এবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী।

তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে হলে বন্ধ করতে হবে নেতানিয়াহু প্রশাসনের কাছে অস্ত্র বিক্রি। গেল বছর অক্টোবরে তেলআবিবকে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় স্পেন। পাশাপাশি, চলতি বছরের শুরুতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণাও দেয় দেশটি।

স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরাইলি সরকারের কাছে অস্ত্র রফতানি বন্ধ করা।

এর আগে, গত ৫ অক্টোবর এক সাক্ষাৎকারে ইসরাইলের বিরুদ্ধে ‘অস্ত্র নিষেধাজ্ঞা’ আরোপের আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ