মাত্র ৩১ বছর বয়সেই চলে যান অভিনেত্রী সৌন্দর্য। ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের নায়িকার ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন এই দক্ষিণি অভিনেত্রী। ২১ বছর আগে তিনি যখন চলে যান, শোকে বাকরুদ্ধ হয়েছিল বলিউড ও দক্ষিণি বিনোদন–দুনিয়া।
সেসময় খবর বেরোয়, এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার। ভাইকে সঙ্গে নিয়ে অভিনেত্রী তেলেগু দেশম পার্টির একটি রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সৌন্দর্য সেই সময় ছিলেন অন্তঃসত্ত্বা।
২১ বছর পর এই অভিনেত্রী আবারও এলেন সংবাদের শিরোনামে। সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার এডুরুগাটলা চিট্টিমাল্লু স্থানীয় থানায় চিত্রতারকা মোহনবাবুর বিরুদ্ধে সৌন্দর্যকে খুন করার অভিযোগ দায়ের করেছেন।
এডুরুগাটলা চিট্টিমাল্লুর অভিযোগ, মোহনবাবুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ বেধেছিল প্রয়াত অভিনেত্রী ও তার ভাইয়ের। অভিনেতা শামশাবাদের জলপল্লী গ্রামে সৌন্দর্য ও তার ভাইয়ের ছয় একরের একটি জমি কিনতে চেয়েছিলেন, যা বিক্রি করতে রাজি ছিলেন না প্রয়াত অভিনেত্রী। তার পরেই এই বিবাদ। পরে জানা যায়, অভিনেত্রীর মৃত্যুর পর ওই জমি অবৈধভাবে দখল করেন ‘শকুন্তলম’ অভিনেতা।
অভিযোগকারী শুধুই অভিযোগ জানিয়ে থেমে যাননি। তিনি খাম্মাম এসিপি ও খাম্মাম জেলা কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন, সরকার যেন জমিটি অধিগ্রহণ করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে।