নেপালের অন্নপূর্ণা শৃঙ্গ জয়ে বেরিয়েছিলেন রাজস্থানের পর্বতারোহী অনুরাগ মালু। কিন্তু সোমবার দুপুরে অন্নপূর্ণা ক্যাম্প থেকে নিচে আসার সময় নিখোঁজ হন ৩৪ বছর বয়সী এই পর্বতারোহী। তল্লাশি শেষে তিন দিন পর তার খোঁজ মিলেছে।
নেপালের সেভেন সামিট ট্র্যাকের চেয়ারম্যান মিংমা শেরপা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সোমবার সকালে অন্নপূর্ণা ক্যাম্প-৩ থেকে নামার সময় নিখোঁজ হন তিনি। প্রায় ১৯ হাজার ফুট উঁচু থেকে খাদে পড়ে যান অনুরাগ। তারপরই তাকে খোঁজা শুরু হয়। উদ্ধারকাজে হেলিকপ্টারও ব্যবহার করা হয়। ৮ হাজার ৯১ মিটার উচ্চতায় আজ তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।দুই দিন ধরে তল্লাশি চালানোর পরও কোনো খোঁজ মেলেনি অনুরাগের। তাকে খুঁজে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তার পরিবার ও সেভেন সামিট ট্র্যাকের চেয়ারম্যানরা। অবশেষে প্রায় ৭২ ঘণ্টা পর জীবিত অবস্থায় উদ্ধার হলেন তিনি।
অনুরাগের ভাই জানিয়েছেন, ‘তাকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে কিন্তু অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি এখনো জীবিত আছেন।’ অনুরাগ বিশ্বের সাতটি মহাদেশের ৯টি উচ্চতম শৃঙ্গ জয় করে পরিবেশ সচেতনতার বার্তা দিতে চেয়েছিলেন। তার লক্ষ্য ছিল আট হাজারের বেশি উঁচু সব শৃঙ্গ জয় করা।