ফিলিস্তিনের গাজায় উড়োজাহাজ থেকে বোমা ফেলে একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে। বহু ফিলিস্তিনি মসজিদটিতে আশ্রিত ছিলেন বলে জানা গেছে।
এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাসের সন্ত্রাসীরা দেইর-এল-বালাহ এলাকায় সাহদা আল-আকসা মসজিদটিকে নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহার করছিল। মসজিদটিকে তারা ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের প্রেক্ষিতে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি।
আগামীকাল ৭ অক্টোবর গাজা যুদ্ধের এক বছর পূর্তি হতে যাচ্ছে। গত বছরের এই দিনে গাজায় নজিরবিহীন হামলা শুরু করেছিল ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় এক বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে প্রায় ৯৭ হাজার মানুষ। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।