সুদানের ডারপুর অঞ্চলের এল ফাষারের সর্বশেষ কার্যকর হাসপাতালগুলোর একটিতে ড্রোন হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ। শনিবার এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সৌদি হাসপাতালে বোমা হামলার ফলে হাসপাতালটি ধ্বংস হয়। সেখানে জরুরী চিকিৎসা সেবা দেয়া হতো। সুদানের যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে কোন পক্ষ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে রেপিড সাপোর্ট ফোর্সেস আধাসামরিক গোষ্ঠী হামলার পেছনে রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের সাথে যুদ্ধে লিপ্ত। তারা দারফুরের পশ্চিমাঞ্চলের প্রায় বিশাল অঞ্চল দখল করেছে। তারা মে মাস থেকে উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল-ফাশার ঘেরাও করে রেখেছে, তবে শহরটি দখল করতে সক্ষম হয়নি। সেখানে সেনাবাহিনী-সংযুক্ত মিলিশিয়ারা তাদের বারবার পিছু হটতে বাধ্য করেছে।