দুই পর্বে নয় এবারের বিশ্ব ইজতেমা আয়োজিত হবে তিন পর্বে। এর মধ্যে প্রথম দুই পর্ব আয়োজন করতে চলেছে সুরায়ে নিজাম বা জুবায়ের পন্থীরা। আর শেষ পর্ব আয়োজন করবে সাদপন্থীরা। আজ বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার এম এম নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান এবারের ইজতেমার তারিখ সরকারি সিদ্ধান্ত মোতাবেক নির্ধারণ করা হলো কোনো প্রজ্ঞাপন দেয়া হয়নি। মৌখিকভাবে ঠিক করা হয়েছে দিনক্ষণ।
তিনি বলেন মাওলানা জুবায়েরের অনুসারীরা এবার দুই পর্বের বিশ্ব ইজতেমা অংশ নেবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩রা ফেব্রুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি।
১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি তা শেষ হবে।
এদিকে, বিশ্ব ইজতেমাকে সামনে রেখে ইজতেমা ময়দান প্রস্তুত করা হয়েছে। ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।
ইজতেমার আয়োজকরা জানান, আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বের আয়োজন করছেন শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। এ উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে দলে দলে মুসল্লিরা ময়দানে এসে অবস্থান নিতে শুরু করেছেন। আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব।