শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

পার্শবর্তী দেশকে সুবিধা দিতেই বিগত সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছিল

প্রতিনিধির / ৩১ বার
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পার্শ্ববর্তী দেশকে সুবিধা দিতে বিগত আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছে করে ধ্বংস করেছে। বুধবার বিকেলে ঝিনাইদহ যশোর ও নড়াইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালা আর ভারচুয়ালি যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আগামী দিনে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না। সেই সঙ্গে যারা গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া দেশগঠনে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারলে অনেক কাজ করা সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি।

গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন তারেক রহমান বলেন, ৩১ দফা জনগণের জন্য তৈরি। জনগণের পক্ষ থেকে আসা প্রশ্ন নিয়েই ৩১ দফা প্রস্তুত করা হয়েছে। যেহেতু জনগণের বাকস্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি। সেই জন্য আমাদের দায়িত্ব অনেক বেশি। দেশের সকল সংকটকালে বিএনপি পাশে এসে দাঁড়িয়েছে। মানুষও বিএনপির প্রতি আস্থা রেখেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ